Select Language

[gtranslate]
৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

লায়ন্স ক্লাব অফ কন্টাই সিটির উদ্যোগে প্রজাতন্ত্র দিবস পালন

নানাবিধ কর্মসূচির মধ্য দিয়ে লায়ন্স ক্লাব অফ কন্টাই সিটি-র  ৭৬ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন  করা হল।  দত্তক গ্রাম রঘুসর্দারবাড়জালপাই-গ্রামের  দত্তক নেওয়া বিদ্যালয়ে জাতীয় পতাকা উন্মোচন এর সাথে সাথে বিদ্যালয় প্রাঙ্গনে স্বচ্ছতা অভিযান করা হয়।

ছাত্র-ছাত্রীদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া এবং সেই সাথে গ্রামবাসীদের বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য পরীক্ষা ও ফল বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য বাসুদেব মাঝি ও লায়ন সদস্য অর্ণব মাইতি, বসন্ত কুমার ঘোড়াই, দুর্গাশঙ্কর সাহু, প্রিয়দর্শিনী সাহু, ইভা মাইতি, স্বাতী মাইতি, স্নেহাশীষ পাহাড়ী, শুভেন্দু শেখর জানা, উমা সামন্ত। অনুষ্ঠানটি সফল হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রেসিডেন্ট শ্রেয়া মাইতি।

ekhansangbad
Author: ekhansangbad

Related News