লায়ন্স ক্লাব অফ কন্টাই সেন্ট্রাল এর উদ্যোগে চক্ষু পরীক্ষা এবং রক্তদান শিবির অনুষ্ঠিত হলো ধারাবাহিকভাবে। বুধবার এগরা ২ ব্লকের উর্ধবপুর নেতাজি সংঘের পরিচালনায় সরস্বতী বন্দনা উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে ৯ জন মহিলা সহ মোট ৪২ জন রক্ত দাতা রক্তদান করেন।পাশাপাশি বয়স্ক মানুষদের চক্ষু পরীক্ষা করে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়। এই রক্তদান শিবিরে উৎসবের মতো রক্তদান করেন সকলে।
মঙ্গলবার ভগবানপুর কায়েমগেড়িয়া ডি এম হাইস্কুলে প্রায় শতাধিক মানুষের চক্ষু পরীক্ষা করা হয়। এই শিবির গুলিতে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অফ কন্টাই সেন্ট্রালের পক্ষে অসীম কুমার মাইতি, সঞ্জীব মিদ্দা, কাশেদ খান,শশাঙ্ক শেখর জানা, বিবেকানন্দ মাইতি, মোহন শীট, সুচন্দ্রা মাইতি প্রমুখ।


Author: ekhansangbad
Post Views: ২১