Select Language

[gtranslate]
২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

রামনগরে প্যান্ডেলের বাঁশে বিশাল চন্দ্রবোড়া, আতঙ্কে এলাকাবাসী

প্যান্ডেলের বাঁশে বিশাল আকৃতির চন্দ্রবোড়া সাপ। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার দেপাল গিরি মোড়ে পড়ে থাকা প্যান্ডেলের বাঁশে দেখা মিলল বিশাল আকৃতির কয়েকটি চন্দ্রবোড়া সাপ। রাস্তার পাশে চন্দ্রবোড়া সাপটিকে দেখার জন্য মানুষের ভিড় জমে। স্থানীয় মানুষদের প্রচেষ্টায় দুটি চন্দ্রবোড়া সাপ ধরা পড়ে। আর কয়েকটি সাপ দেখা গেলেও সেই মুহূর্তে ধরা সম্ভব হয়ে ওঠেনি।

স্থানীয় দোকানদার সূর্য দাস বলেন এখানে রেগুলার বাঁশ থাকে , কর্মসূত্রে যারা কাজ করেন, ওরা এসে পলিথিন টানলে সাপটি দেখতে পায়, ওরা বুঝতে পারেনি কটা আছে, মালিক এসে যখন পেপার টানে আমরাও ছুটেই আছি গোটা পাঁচেক চন্দ্র বোড়া সাপ ছিল দুটা ধরা হয়েছে।।

প্যান্ডেলের মালিক জয়শ্রী মাইতি বলেন বাড়ির পাশে বাঁশ আছে, লোক আমাদের বাঁশ টানতে গিয়েছিল, গিয়ে দেখে সেখানে সাপ আছে। দুটি সাপ ধরা হয়েছে, আড়াই ফুট মত লম্বা হবে। দেখে মনে হচ্ছে চন্দ্রবোড়া।

পাশের এক দোকানদার গদাধর রানা বলেন বাঁশের গোডাউন ছিল ওই গোডাউনের ভিতর পেপার ছিল তার উপরে সাপ ছিল। তিনখানা দেখেছি একটা চলে গেছে দুখানা ধরা হয়েছে।

শংকরপুর বনদপ্তরকে ফোন করা হলে, শংকরপুর থেকে কর্মচারীবৃন্দ এসেছিলেন এবং দুটি সাপ উদ্ধার করে নিয়ে যান।

ekhansangbad
Author: ekhansangbad

Related News