পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর দুই ব্লকের রামনগর এগরা রোডে মহাকাল পেট্রোল পাম্পের সামনে মান্দার পুলের কাছ বৃহস্পতিবার রাত্রে ৯ টা নাগাদ একটি মুরগি পোল্ট্রিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । আগুন দেখে ঘটনাস্থলে এলাকার বহু মানুষ ছুটে আসে। স্থানীয় এলাকাবাসী রামনগর দমকলে খবর দিলে ঘটনাস্থলে রামনগর দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। দমকলের একটি ইঞ্জিন ভয়াবহ আগুনকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
স্থানীয় সূত্রে জানা যায় আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয়। অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লাগার একটি সম্ভাবনা রয়েছে। রামনগর এগরা রোড যদিও খানিকক্ষণের জন্য বন্ধ ছিল। এই আগুন লাগার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ যদিও সঠিক জানা যায়নি। তবে বেশকিছু মুরগি সহ আসবাবপত্র পুরোটাই পুড়ে ছাই হয়ে যায ।


Author: ekhansangbad
Post Views: ৫৩