এগরা ২ ব্লকের বাসুদেবপুর রেড রোজ ক্লাব আয়োজিত জেলার সর্ববৃহৎ রাজ্যস্তরিয় মেগা দিবা রাত্রি ক্রিকেট প্রতিযোগিতা সম্পূর্ণ হল শুক্রবার। ফাইনাল খেলায় মুখোমুখি হয় নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স ও মহাকাল ধনিয়াখালি ইউথ ব্রিগেড। নেটওয়ার্ক মোবাইল ইলেকট্রনিক্স টসে জিতে প্রথম ব্যাট করে ১২০ রান সংগ্রহ করে। তার জবাবে মহাকাল ধনিয়াখালি ইউথ ব্রিগেড খেলতে নেমে ৯৫ রান করে পরাজিত হয়। চ্যাম্পিয়ন হয় নেটওয়ার্ক ইলেকট্রনিক্স। রানার্স হয় মহাকাল ধনিয়াখালি ইয়ুথ ব্রিগেড।
চ্যাম্পিয়ন ও রানার্স এর হাতে পুরস্কার তুলে দেন ফুটবলের বিখ্যাত খেলোয়াড় অ্যাডিকো ডিকোনা ও প্রাক্তন গোলকিপার সুমিত মুখার্জি। চ্যাম্পিয়ন দলকে ২ লক্ষ টাকা এবং সুদৃশ্য ট্রফি তুলে দেওয়া হয়। রানার্স দলকে দেড় লক্ষ টাকা এবং সুদৃষ্ট ট্রফি তুলে দেওয়া হয়।ফাইন্যালের ম্যান অব দ্যা ম্যাচ হয় নেটওয়ার্ক মোবাইল ইলেকট্রনিক্সের খেলোয়াড় শানু দাস, ম্যান অব দ্যা সিরিজ হয় মহাকাল ধনিয়াখালি ইউজ ব্রিগেডের খেলোয়ার সুমিত মুখার্জি। ছাড়াও শ্রেষ্ঠ বোলার, শ্রেষ্ঠ ব্যাটসম্যান, সেরা ফিল্ডিং এর জন্য পুরস্কার দেওয়া হয়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাঁথি পৌরসভার পৌর প্রধান সুপ্রকাশ গিরি, জেলা পরিষদ সদস্য আনোয়ার উদ্দিন,কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ, রেড রোজ ক্লাবের সভাপতি পীযূষ চক্রবর্তী সহ অন্যান্য সদস্য সদস্যাবৃন্দ।
