পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নং ব্লকের টিকরাপাড়া গ্রামের বাসিন্দা পেশায় শিক্ষক রতন কুমার সাউ।রতন বাবু পটাশপুর দক্ষিণ চক্রের বামুন বসান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।বিদ্যালয়ে শিক্ষা দানের পাশাপাশি শিক্ষা সামগ্রী বিতরণ করেন থাকেন সারা বছর ধরে।এলাকায় এই শিক্ষক শিক্ষার ফেরিওয়ালা হিসেবে পরিচিত ।
দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন রতন বাবু। তাই এই পরিবারের ছেলে মেয়েদের পড়াশুনা করতে গিয়ে কি ধরনের সমস্যা হয় জানেন তিনি। সেই সমস্যায় যাতে অন্যদের পড়তে না হয় তার জন্যে স্কুল ছুটির পর অবসর সময়ে নিজের একটি স্কুটিতে গরীব বাড়ির পড়ুয়াদের জন্য বই, খাতা, পেন, স্কুল ব্যাগ, শীত বস্ত্র প্রমুখ তাদের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে । তারপর গ্রামে গ্রামে ঘুরে সেই সকল দরিদ্র পরিবারের ছেলে মেয়েদের হাতে সামগ্রী গুলি তুলে দেন ।
রতন বাবুর মায়ের নাম লক্ষ্মী প্রিয়া।তাই নিজের মায়ের নামে টিকরাপাড়া মা লক্ষ্মী প্রিয়া ডেভলামেন্ট সোসাইটি গড়ে পড়ুয়াদের পাশে দাঁড়ান।
রতন বাবু জানিয়েছেন ২০২৪-২৫ শিক্ষা বর্ষে এক হাজার ছাত্র ছাত্রীর হাতে শিক্ষা সামগ্রী তুলে দেবেন।

