Select Language

[gtranslate]
৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ সোমবার ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

মেচেদায় ফুটবল প্রতিযোগিতা

মেচেদা কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে ছাত্রদের নিয়ে কিংবদন্তি ফুটবল খেলোয়াড় গোষ্ঠ পাল স্মরণে ১২ টি দলের আমন্ত্রিত ফুটবল প্রতিযোগিতা হয়  মেচেদার নবীন সংঘের মাঠে। আজকের এই ফুটবল প্রতিযোগিতায় খেলা পরিচালনা করেন চাঠরা কুঞ্জরানী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক বিক্রম হেমব্রম। প্রতিযোগিতার কর্মসূচিতে উপস্থিত ছিলেন দাঁড়িয়ালা ভীমচরন হাইস্কুলের প্রধান শিক্ষক পূর্ণেন্দু বিকাশ পাত্র,ডহরপুর হাইস্কুলের শিক্ষক বিপ্লব মন্ডল সহ এলাকার বহু ক্রীড়াপ্রেমী মানুষজন।
            

অ্যাসোসিয়েশনের সম্পাদক ডাঃ কালি শংকর পাত্র বলেন,ট্রাইবেকারে ৫—-৪ গোলে চ্যাম্পিয়ন হয়েছে গুলুরিয়া ফুটবল একাডেমি টিম। রানার্স হয়েছে চাঠরা কুঞ্জরানী বানীভবন বিদ্যালয়ের টিম। আগামী ২৩  মার্চ ভগৎ সিং এর আত্মবলিদান দিবসে পুরস্কার বিতরণী সভা হবে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News