Select Language

[gtranslate]
৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ সোমবার ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

মারিশদায় পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের ‘স্বয়ংসিদ্ধা’ সচেতনতা শিবির

পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে শিশুপাচার, বাল্যবিবাহ, শিশুশ্রম ও গুজব বিরোধী প্রচারের অঙ্গ হিসাবে আজ মারিশদা থানার সরপাই মডেল ইনস্টিটিশন এর  ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে সচেতনতা শিবির “স্বয়ংসিদ্ধা ” র আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মারিশিদা থানা ভার পাপ্ত অফিসার বুদ্ধদেব মাল,কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যজিৎ কর সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ওই বিশিষ্ট ব্যক্তিবর্গ।

উল্লেখ্য পূর্ব মেদিনীপুর জেলায় বাল্যবিবাহ ক্রমশ বেড়ে চলেছে। পাশাপাশি শিশুশ্রম ও শিশু পাচার বাড়ছে বলে পুলিশ প্রশাসনের তথ্য থেকে জানা গেছে। সেই কারণে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পুলিশ বিভিন্ন এলাকায় এই স্বয়ংসিদ্ধা কর্মসূচির মাধ্যমে সচেতনতা বৃদ্ধির চেষ্টা চালানো হচ্ছে। সেই কারণে বুধবার সকাল থেকে সরপাই মডেল ইনস্টিটিউশন আয়োজন করা হয়।

ekhansangbad
Author: ekhansangbad

Related News