Select Language

[gtranslate]
৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠলো  বিজেপির কর্মীর বিরুদ্ধে

প্রদীপ কুমার সিংহ :-  বেগমপুর পঞ্চায়েত এর তৃণমূল সদস্য বিজলী গায়েনের স্বামী গৌর গায়েন দলীয় মিটিং সেরে বাড়ি ফেরার সময় হঠাৎ ইঁট দিয়ে মেরে  মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠলো এলাকার বিজেপির কর্মী সমরেশ কয়াল ওরফে মেজর বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় তৃণমূল কর্মী গৌর গায়েন লুটিয়ে পড়লে চম্পট দেয় সমরেশ কয়াল। নিউ কংগ্রেসের কর্মীরা আহত গৌড় গানকে হাসপাতালে নিয়ে আসে।ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে বারুইপুর এর কাটাখাল এলাকায়। অভিযুক্ত বিজেপি কর্মীর গ্রেপ্তার এর দাবিতে সরব হয়েছেন তৃণমূল নেতৃত্ব। ঘটনা স্থলে যায় বারুইপুর থানার পুলিশ। একজন কে আটক করা হয়েছে এই ঘটনায়। এলাকায় উত্তেজনা রয়েছে। ধৃত ব্যক্তিকে বারুইপুর থানার পুলিশের  পক্ষ থেকে বারুইপুর মহকুমা আদালতের তোলা হবে।
বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিজেপি এক নম্বর মন্ডলের সভাপতি তপন বৈদ্য  বলেন সমরেশ কয়াল নামে আমাদের কোন কার্যকর্তা নেই। তিনি বলেন এই ঘটনা খুবই দুঃখজনক ঘটনা ও নিন্দনীয় ঘটনা। কিন্তু আমাদের কোন কার্যকর্তা গৌড় বাবুকে মারেননি। গৌড় বাবু মিথ্যে প্রচার করছে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News