আপ গিয়েছে। এবার পশ্চিমবঙ্গে লক্ষ্য মমতা পাপকে বিদায় করা। মহিষাদলে এমনই হুঙ্কার ছাড়লেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তিনি বলেন, দিল্লিতে প্রায় তিন দশক পর বিজেপি সরকার গড়ছে। দিল্লি কা জিত হামারি হ্যায়, ছাব্বিশ মে বাঙ্গাল কি বারি হ্যায়!
আম আদমি পার্টির পরাজয়ে সঙ্গী হারালেন মমতা, আবার ‘একা’ হয়ে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী
শুভেন্দুর কথায়, এই জয় অত্যন্ত আনন্দের। দিল্লি মিনি ইন্ডিয়া। গোটা ভারতের মানুষ সেখানে থাকেন। কয়েক লক্ষ বাঙালি ভোটার আছেন। চোরে চোরে মাসতুতো ভাই। ফলে মমতার বাহিনী কেজরিকে জেতানোর জন্য ঝাঁপিয়েছিল। শত্রুঘ্ন সিনহাকে পাঠানো হয়েছিল। আরও কয়েকজন গোপনে গিয়েছিলেন।রাজ্যের বিরোধী দলনেতা বলেন, এই বিপুল জয়ে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্যারিশমা, উন্নয়ন এবং তাঁর প্রতি ভারতীয়দের আস্থা প্রকাশ স্পষ্ট। যে হিন্দু সনাতনীরা বের হতেন না ভোট দিতে, তাঁরা মহারাষ্ট্রের নির্বাচন দেখে বিপদ বুঝে ভোট দিতে বের হচ্ছেন। তাতেই জয় সুনিশ্চিত হয়েছে।
শুভেন্দুর দাবি, দিল্লিতে আপের হার তৃণমূলেরও হার। কারণ, এই নির্বাচনে আপের সমর্থনে লেপ্টে গিয়েছিল তৃণমূল। পরিবারবাদী, দুর্নীতিগ্রস্ত, তোষণবাজ পার্টিকে দিল্লির মানুষ রিজেক্ট করেছেন। হরিয়ানা, মহারাষ্ট্রে সরকার ছিল, সেখানে বিজেপি জিতেছে। হরিয়ানায় এগজিট পোল সব ফেল করেছে। প্রায় তিন দশক পর দিল্লিতে সরকারে ফিরছে বিজেপি।শুভেন্দু বলেন, মহারাষ্ট্রে ২০১৯ সালের ৬১ শতাংশ ভোট বেড়ে এবার হয়েছে ৬৬.৫ শতাংশ। দিল্লিতেও ৮ থেকে ১০ শতাংশ ভোট বেড়েছে। বাড়ি থেকে বেরিয়ে হিন্দু সনাতনী, সর্দারজিরা ভোট দিয়েছেন। উত্তরপ্রদেশের পূর্ব দিক, বিহার, ঝাড়খণ্ড, ওডিশা, বাংলার পূর্বাঞ্চলী ভোটার অধ্যুষিত এলাকার সিংহভাগ আসন জিতেছে বিজেপি।
শুভেন্দু নিজেও গিয়েছিলেন বাঙালি অধ্যুষিত এলাকাগুলিতে প্রচারে। প্রায় সর্বত্রই বিজেপির জয়জয়কার। তিনি বলেন, বুথগুলি থেকে হিসাব নিয়েছি। দল আমাকে দায়িত্ব দিয়েছিল। তা পালন করেছি। বাংলার দুর্দশা, বেকারদের দুরবস্থা, আরজি করের ঘটনায় মহিলাদের চোখের জল, দুর্গাপুজো থেকে সরস্বতী পুজোয় ঠাকুর ভাঙা, পুজো বন্ধ, সরস্বতীর অপমানে দিল্লির বাঙালিরা সুদে আসলে প্রতিশোধ নিয়েছেন।
শুভেন্দুর হুঙ্কার, বিহারে বিজেপি ঝড়ে সব উড়ে যাবে। অসমে তো জিতেই রয়েছে। একটাই কথা বলব, আপ গিয়েছে, মমতা পাপকে এবার বিদায় করা হবে। শুভেন্দুর মতো একই সুরে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এক্স হ্যান্ডলে লেখেন, দিল্লিতে বিদায় হল আপ, এবার যাবে পশ্চিমবঙ্গের পাপ। বিজেপি কাউন্সিলর সজল ঘোষ ফেসবুকে লিখেছেন, আজ আপ সাফ, কাল দিদি আপ!

