Select Language

[gtranslate]
৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

মহিলা যোগা ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন, যোগা দিবসে বিশেষ অনুষ্ঠান

প্রদীপ কুমার সিংহ :- ডিসেম্বর মাসে ভারতের মধ্যে পশ্চিমবাংলা প্রথম মহিলা যোগা ফাউন্ডেশন হয়। সেই যোগা ফাউন্ডেশন এর বিস্তার লাভের জন্য প্রত্যেকটি জেলায় একটি করে কমিটি গঠনে ডাক দেয়, যোগা কমিটির সভাপতি। তাই প্রত্যেকদিন পশ্চিম বাংলা ২৩ টি জেলায় একটি করে মহিলা যোগা ফাউন্ডেশন সংস্থা তৈরির ডাক দেয়।
শুক্রবার দুপুরে বারুইপুর থানা অন্তর্গত বাইপাসের কাছে একটি অনুষ্ঠান হয় এই সংস্থার। সেখানে উপস্থিত ছিলেন সমস্ত সভাপতিসহ অন্যান্য সদস্যাগণ।
যোগা স্পোর্টস ফাউন্ডেশন অফ ওয়েস্ট বেঙ্গলের সহযোগিতা দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটি ফরমেশনের উদ্যোগে বারুইপুর বাইপাসের কাছে আকাশের কাছে একটি অনুষ্ঠান করে। ১৭ই জানুয়ারি যোগা স্পোর্টস দিবস উপলক্ষে এই অনুষ্ঠান হয়। বেশ কিছু খুদে  গানের সঙ্গে যোগা পরিবেশন করে  দেখায়। এতে করে দর্শকরা খুবই আনন্দিত হয় এই যোগা। এর সঙ্গে বিশিষ্ট ব্যক্তিদের  উত্তরীয়,ব্যাচ ও পুষ্পস্তবক সংবর্ধনা দেওয়া হয়। এই অনুষ্ঠানে বহু মহিলা এই সংস্থা এই দিন যোগদান করে কিছু পুরুষও এই অনুষ্ঠানে যোগদান করে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News