কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির ভাজাচাউলী গ্ৰাম পঞ্চায়েতের ধানঘরা হাইস্কুলের মাঠে নবম পর্যায়ের দুয়ারে সরকার হল শুক্রবার। ৩৭টি প্রকল্পের পরিষেবা মানুষের কাছে পৌঁছে যাবে তারই শিবির পরিদর্শন করলেন ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ, পঞ্চায়েত সমিতি বনভূমি কর্মাধ্যক্ষ কালীপদ দলাই,বিদ্যুৎ কর্মাধ্যক্ষ সাবিত্রী মন্ডল,পঞ্চায়েত সমিতির সদস্যা অপরাজিতা মাইতি, ভাজাচাউলী গ্রাম পঞ্চায়েত প্রধান নন্দদুলাল মাইতি, উপ প্রধান স্বপন বাগ, সহ ভাজাচাউলী গ্ৰাঃ পঃ, গ্ৰাম পঞ্চায়েতর সমস্ত সদস্য সসদ্যাবৃন্দ।


Author: ekhansangbad
Post Views: ৩৮