Select Language

[gtranslate]
২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বেহালা শরৎ সদনে নর্তেশ্বর কালচারাল সেন্টার এর ” ভগীরথ নৃত্য উৎসব “

কেকা মিত্র :: নর্তেশ্বর কালচারাল সেন্টারের উদ্যোগে গত ৩১  জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় বেহালা শরৎ সদনে অনুষ্ঠিত হলো ভগীরথ নৃত্য উৎসব  । সহযোগিতায় ছিলো ভারত সরকার সংস্কৃতি মন্ত্রক।
অনুষ্ঠানের শুরুতে নর্তেশ্বর কালচারাল সেন্টারের প্রথম নিবেদন ছিলো ওডিসি নৃত্য আঙ্গিকে নরসীমা – লক্ষী – ধ্যানম। ওডিসি নৃত্য গুরু ও  নর্তেশ্বর এর কর্ণধার অধ্যাপিকা ড : পুষ্পিতা মুখোপাধ্যায় এই নৃত্য পরিচালনায় বিশেষ কৃতিত্বের দাবি রাখে। নর্তেশ্বর এর ছাত্রছাত্রীদের সমবেত এই ওডিশি নৃত্য সকলের দৃষ্টি আকর্ষন করে। এই নৃত্তানুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড : স্বরুপ প্রসাদ ঘোষ, কলামণ্ডলম গুরু শঙ্কর নারায়ণন এবং চিত্রগ্রাহক তরুণ বোস। অনুষ্ঠানে মণিপুরী নৃত্য পরিবেশন করেন ড :পুখরামবাম লীলাবতী দেবী।কথাকলি পরিবেশন করেনগুরু শঙ্কর নারায়ণন এবং গুরু সুচেন্দ্রানাথন। তৃপর্ন নৃত্যে নজর  কাড়েন ড : অর্পিতা ভেঙ্কটেশ, ড : দেবস্মিতা মুখার্জী এবং প্রান্তিকা মুখার্জী। কুচিপুরী নৃত্য পরিবেশন করেন ববি  চক্রবর্তী ও শুভ জানা। কথক নৃত্য পরিবেশন করেন সন্দীপ মল্লিক এবং সোনারপুর নাদম।এই নৃত্য উৎসবে বিরল প্রতিভা পুরস্কারে সন্মানিত হলেন গুরু কলা মন্ডলম শঙ্কর নারায়ণন। সুচারু সংযোজন ছিলেন সমরর্পিতা চন্দ্র। সমগ্র এই নৃত্য উৎসব এর ভাবনা, পরিকল্পনায় ছিলেন অধ্যাপিকা ড : পুষ্পিতা মুখোপাধ্যায়। ব্যবস্থাপনায় ছিলেন সুময়ী মুখার্জী। সব মিলিয়ে সমগ্র নৃত্যানুষ্ঠান টি সকলের নজর কাড়ে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News