পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ১ ব্লক প্রশাসনের সহযোগিতায় এবং চাইল্ড ইন নিড ইনস্টিটিউটের উদ্যোগে দশটি স্কুলের প্রায় ৪০০ ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি সাইকেল র্যালি এবং সচেতনতা বার্তা প্রচার এর মধ্য দিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়।
বিশেষ করে স্কুল ছাত্র-ছাত্রীদের মধ্যে স্বাস্থ্যকর জীবনযাত্রা সম্বন্ধে স্কুলে স্কুলে যে প্রশিক্ষণ চলছে গত ২০২৩ সাল থেকে তা সমাজে-জন মানসে সচেতন করার উদ্দেশ্যে- মডেল দশটি স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে সচেতনতার বার্তা প্রচার সাইকেল র্যালি করা হয়।
ষষ্ঠ পল্লী,গোপালপুর,টেপর পাড়া, মকরামপুর হইতে ব্লক এবং মংলামাড়ো,পাঁচুড়িয়া, বলভদ্রপুর, অমর্ষি হইতে ব্লক পর্যন্ত সাইকেল র্যালি হয়।
ব্লক প্রাঙ্গণে প্রদীপ প্রজ্জলন করেন পটাশপুর ১ ব্লকের বিডিও বিধান বিশ্বাস।অন্যান্যদের মধ্যে ছিলেন সভাপতি নমিতা বেরা, যুগ্ম ব্লক উন্নয়ন আধিকারিক রিমা পাত্র, সিনির স্টেট প্রোগ্রাম ম্যানেজার অর্ণব কাঁড়ার,সিনির স্টেট প্রোগ্রাম অফিসার আশুতোষ মল্লিক, স্টেট এম অই এস ডকুমেন্ট অফিসার সুদেষ্ণা পাঠক, জেলা ইনচার্জ মুনমুন হালদার সহ পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত ব্লক প্রতিনিধি ও অন্যান্যরা।
ব্লক উন্নয়ন আধিকারিক বিধান বিশ্বাস বলেন আগামীর ভবিষ্যৎ প্রজন্ম তোমরা যদি তোমাদের খাদ্যাভ্যাস অর্থাৎ তোমাদের জিহবা কে যে যত বেশি কন্ট্রোল করতে পারবে, অর্থাৎ ফাস্টফুড এবং প্যাকেটের যে খাওয়ার যত কমাবে, বিড়ি, সিগারেট গুটকা থেকে, কোলড্রিংস থেকে যত দূরে থাকবে তাদের অভিধান থেকে, তোমাদের ডিকশনারি তে ডায়াবেটিস নামক অসুখটি থাকবে না। আমরা মানুষরা মরণশীল, আমরা পৃথিবীতে কেউই থাকবো না কিন্তু আমাদের জিহ্বা কে যদি কন্ট্রোলে রাখি, স্বাস্থ্যকর অভ্যাস গুলি মেনে চলি,যতদিন বাঁচবো সুস্থতার সঙ্গে বাঁচবো।
এই কাজে মূলত সিনি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

