বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন ধর্ষণের পরেও বিয়ে না করার অভিযোগে দিঘা থানার পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করল। ধৃত দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা থানার সন্তোষপুর গভমেন্ট কলোনির ব্লক সির বাসিন্দা সঞ্জয় দত্ত । ধৃতকে মঙ্গলবার পুলিশ কাঁথি মহকুমা আদালতে হাজির করে।
অভিযোগ সঞ্জয় দক্ষিণেশ্বরের এক মহিলার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে ।এরপর তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিঘা সহ বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে একাধিকবার সহবাস করে। পরে ওই মহিলাকে বিয়ে করবেনা বলে জানায়। দিঘা থানার পুলিশ এই অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নেমে সঞ্জয়কে গ্রেফতার করে। মঙ্গলবার কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তার জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হেফাজতের নির্দেশ দেন।


Author: ekhansangbad
Post Views: ৫৭