Select Language

[gtranslate]
৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বিনামূল্যে চক্ষু, স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান শিবির

প্রদীপ কুমার সিংহ :- বারুইপুর ব্যবসায়ী সমিতির সুবর্ণ জয়ন্তী উপলক্ষে তিন দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে আয়োজন করে। শনিবার সকালে বারুইপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের সোনার তরী কমপ্লেক্সে  বিনামূল্যে চক্ষু, স্বাস্থ্য পরীক্ষা এবং রক্তদান শিবিরে আয়োজন করা হয়। এই অনুষ্ঠানটি পরিচালনা করে বারুইপুর ব্যবসায়ী সমিতি। একটি বেসরকারি ব্লাড ব্যাংকের সহযোগিতায় ও একটি বেসরকারি প্যাথলজিস্ট এর সহযোগিতায় রক্তদান শক্ত পরীক্ষা ও বিনামূল্যে চক্ষুর পরীক্ষার শিবির হয়। এখানে প্রায় 80 জন রক্ত দাতা স্বইচ্ছায় রক্ত দান করেন সেইসঙ্গে ১২৫ জন মানুষ তাদের স্বাস্থ্য পরীক্ষা করায় এবং ১৩০ জন মানুষ বিনামূল্যে চক্ষু পরীক্ষা করায়।

ব্যবসায়ী সমিতি সম্পাদক সহদেব ব্যানার্জীর সঙ্গে কথা বলে জানা যায় বারুইপুর ব্যবসায়ী সমিতি ৫০ বছর পূর্তি উপলক্ষে তিনব্যাপী অনুষ্ঠানে আয়োজন করে ব্যবসায় সমিতির পক্ষ থেকে। প্রথম দিন অর্থাৎ ৭ তারিখে আয়োজন করা হয় বারুইপুর পৌরসভা ১২নম্বর ওয়ার্ডের সোনার তরী কমপ্লেক্স থেকে বারুইপুর রাস মাঠ পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তা বর্ণনাঢ্য শোভাযাত্রা দিয়ে শুরু করে। এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলা ব্যবসায়ী সমন্বয় সমিতির সমস্যা, সোনারপুর ব্যবসায়ী সমিতি সহ বিভিন্ন এলাকার ব্যবসা সমিতির সদস্যরা সেইসঙ্গে রন পা, মিকি মাউস, ক্লাব ব্যান্ড সহ মনিমেলা।শনিবার দ্বিতীয় দিনে রক্তশিবির, বিনামূল্যে চোখ পরীক্ষা ও স্বাস্থ্য শিবির করে। রবিবার সকালে শিশুদের বসে আঁকো প্রতিযোগিতা ও বিকালে একটি সমাবেশে ডাক দেয়।

ekhansangbad
Author: ekhansangbad

Related News