প্রদীপ কুমার সিংহ :- বারুইপুর আদালতের মাঠে ক্রীড়া প্রতিযোগিতা চলছে। বারুইপুর মহকুমা আদালতে বার অ্যাসোসিয়েশনের পরিচালনায় বারুইপুর কোর্টের মাঠে শীতকালীন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে। এই প্রতিযোগিতা তিন দিনব্যাপী হবে। বৃহস্পতিবার ছিল এই প্রতিযোগিতার দ্বিতীয় দিন। আদালতের কর্মচারী,উকিল, প্রশাসনের বিভাগের কর্মীরা ও বিচারকদের নিয়ে এই শীতকালীন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। ক্রিকেট, ব্যাডমিন্টন,ভলি,হাড়িভাঙ্গা সহ মোট দশটি ইভেন্টে এই প্রতিযোগিতা চলছে। বৃহস্পতিবার ছিল এই প্রতিযোগিতা আদালতের আটটি টিম নিয়ে ক্রিকেট প্রতিযোগিতা হয়। টানটান উত্তেজনায় ক্রিকেট প্রতিযোগিতা শেষ হয়।
সেইসঙ্গে মহিলাদের ডবলসে ব্যাডমিন্টন প্রতিযোগিতা হয়। আগামীকাল অর্থাৎ শুক্রবার প্রতিযোগিতায় থাকছে মহিলাদের ক্রিকেট, হাড়িভাঙ্গা প্রতিযোগিতা সহ বিভিন্ন প্রতিযোগিতা হবে। এই দিন এই প্রতিযোগিতায় বারুইপুর মহকুমা আদালতের বিচারক মন্ডলীয় অংশগ্রহণ করবে। তবে বার এসোসিয়েশনের গেম সম্পাদকের সঙ্গে কথা বলে জানা যায় যে আদালত যথারীতি খোলা আছে। প্রতিযোগিতার জন্য কোন বিচারপ্রার্থীকে অসুবিধা ভোগ করতে হয়নি বা আদালতে কাজের কোন বিঘ্ন ঘটেনি। যদি কোন অ্যাডভোকেট আদালতে কাজ করতে যায় তাহলে তাকে বাধা দেওয়া হয়নি।

