প্রদীপ কুমার সিংহ :- দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর ফুলতলা তিন নম্বর গেটের পাশে একটি স্বেচ্ছাসেবী সংস্থা সমাজ উন্নয়ন কেন্দ্রের পরিচালনায় বিলিয়ন হার্টস বিটিং ফাউন্ডেশন সহযোগিতায় সমাজ উন্নয়ন কেন্দ্রের অফিসে একটি ফিজিওথ্যারাপি শিবির হয় শুক্রবার। এই প্রথম ফিজিওথেরাপি ক্যাম্পটি হয় এখানে।
বারুইপুর সহ বিভিন্ন এলাকা থেকে প্রায় ৪০ জন সাধারণ মানুষ এই শিবিরে আসেন এবং বিশিষ্ট ডাক্তারদের দেখান। তাদের শারীরিক বিভিন্ন সমস্যার কথা বলেন । সেই অনুযায়ী ডাক্তাররা ফিজিওথেরাপি মাধ্যমে দেখিয়ে দেন কিভাবে সে সমস্যা সমাধান হবে।যারা এই শিবিরে আসেন তারা খুবই আনন্দিত হয়। সমাজ উন্নয়ন কেন্দ্রের আধিকারিক কল্লোল ঘোষ বলেন এই শিবিরটি এখানে প্রথম বার করা হলো। আগামী দিন আরো যাতে এই ধরনের অনুষ্ঠান আরো করা যায় এবং মানুষের পরিষেবা দেওয়া যায় তার জন্য তিনি চেষ্টা করবেন।

