Select Language

[gtranslate]
৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বাঁকাডাঙ্গায় কৃষক সংগ্রাম পরিষদের উদ্যোগে শস্য বীমা ফর্ম পূরণের শিবির

কৃষক সংগ্রাম পরিষদের উদ্দ্যোগে আজ বাঁকাডাঙ্গায় পরিষদের অফিসে চলতি রবি মরশুমের বোরোধান চাষের জন্য বাংলা শষ্য বীমার ফর্ম পূরনের শিবির অনুষ্ঠিত হয়। পরিষদের সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক জানান,প্রায় শতাধিক কৃষক আজকের শিবেরে ফর্ম পূরন করে জমা দেন। গত বর্ষায় বিধ্বংসী বন্যার পরও আমন মরশুমের ক্ষতিপূরণের টাকা অনেক কৃষক এখনো না পাওয়ায় শিবিরে উপস্থিত কৃষকবৃন্দ ক্ষোভ প্রকাশ করেন।

নারায়নবাবু ছাড়া শিবিরে উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি গোপাল সামন্ত,সহ-সভাপতি কার্তিক চন্দ্র হাজরা প্রমুখ।

ekhansangbad
Author: ekhansangbad

Related News