Select Language

[gtranslate]
২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রথিতযশা চিকিৎসক ডাঃ বিশ্বজিৎ সামন্ত আর নেই, চিকিৎসক মহলে শোকের ছায়া

প্রথিতযশা চিকিৎসক ডাঃ বিশ্বজিৎ সামন্ত  না ফেরার দেশে পাড়ি দিলেন  সোমবার রাত্রিতে। কাঁথি শহরে নাক কান গলার চিকিৎসক হিসেবে সু প্রতিষ্ঠিত এবং সর্বজন পরিচিত এই চিকিৎসকের প্রায়ানে চিকিৎসক মহলে শোকের ছায়া নেমে আসে। লায়ন্স ক্লাব অফ কন্টাই-এর  আজীবন সদস্য ছিলেন। তার প্রয়াণ সংবাদ পেয়ে কাঁথির প্রাক্তন  প্রশাসক সিদ্ধার্থ মাইতি এবং বিশিষ্ট সমাজসেবী প্রদীপ কুমার মান্না তার বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানিয়ে তার শেষকৃত্য সম্পন্ন করানের সমস্ত কিছু ব্যবস্থা করেন।মঙ্গলবার সকালে তার সংস্কৃত সম্পন্ন হয় খড়চণ্ডী মহাশ্মশানে।  খবর পেয়েই লায়ন্স ক্লাব অফ কন্টাই এবং ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের কাঁথি রুরাল  শাখার পক্ষ থেকে শাখা সম্পাদক  ডাঃঅনুতোষ পট্টনায়ক, ডাঃনন্দিতা পট্টনায়ক, ডাঃসুতনু দত্ত  গিয়ে মাল্যদান করে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন।

পাশাপাশি তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সকলে।  বিশিষ্ট চিকিৎসক বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে।মৃত্যু কালে বয়স হয়েছিল ৯২ বছর। রেখে গেছেন পুত্র পুত্রবধূ কন্যা ও এক নাতি ও নাতনি।

ekhansangbad
Author: ekhansangbad

Related News