Select Language

[gtranslate]
২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রকাশ্য সমাবেশের মাধ্যমে সিপিআইএমের ২৫ তম সম্মেলনের সূচনা

প্রতি তিন বছর অন্তর ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী পার্টির শাখা স্তর থেকে কেন্দ্রীয় স্তর পর্যন্ত সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হয়। আজ পূর্ব মেদিনীপুর জেলার ২৫ তম সম্মেলন প্রকাশ্য সমাবেশের মাধ্যমে শুরু হয় পাঁশকুড়ায়। পাঁশকুড়া পি ডব্লিউ ডি ময়দানে প্রকাশ্য সমাবেশ মঞ্চের নাম রাখা হয় অভয়া মঞ্চ। জেলার ৪১৩ জন প্রতিনিধ তিন দিনের সম্মেলন মঞ্চে আলোচনায় অংশ নেবেন । জেলার ২৫ টি ব্লকের ৬৪ টি এরিয়া কমিটির প্রতিনিধিরা বিগত তিন বছরে সংগঠনের কাজকর্মের আলোচনা করবেন, পাশাপাশি আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু প্রস্তাব রাখবেন ।আজ প্রকাশ্য সভার সভাপতিত্ব করেন সিআইএম পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক নিরঞ্জন সিহি । প্রকাশ্য সভায় বক্তব্য রাখেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী ,পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাঁকুড়া জেলার সিপিআইএম পার্টির জেলা সম্পাদক দেবলীনা হেমব্রম , রাজ্য কমিটির সদস্য ও প্রাক্তন মন্ত্রী অনাদি সাহু , রাজ্য নেতৃত্ব ত্রিদিব ভট্টাচার্য ,সুখেন্দু শেখর পানিগ্রাহী , প্রাক্তন সাংসদ, বিধায়ক, পার্টির প্রাক্তন জেলা সম্পাদক প্রশান্ত প্রধান ।


সভায় মহম্মদ সেলিম বলেন , বিজেপি এবং তৃণমূল উভয়ই ধর্ম নিয়ে রাজনীতি করছে। সাধারণ মানুষের নূন্যতম উন্নয়নের কথা কে বাদ রেখে কর্পোরেট দুনিয়ার দিকে নজর দিচ্ছে। নতুন কলকারখানা গড়া থেকে জাতীয় শিল্প কারখানা বেচে দিতে চায়।কোটি কোটি টাকা আদানি, আম্বানিদের ট্যাক্স ছাড় দিচ্ছে । বেকার , গরীবদের কি হবে তার উত্তর নেই সরকারের কাছে। রাজ্যের তৃণমূল সরকার শাসনের নামে দুর্নীতির শাসন কায়েম করেছে ।শিক্ষা , স্বাস্থ্য  সমস্ত ক্ষেত্রেই অভিযুক্ত তৃণমূলের মন্ত্রী থেকে নেতারা ।আগামী দিনে মানুষ এই সমস্ত দুর্নীতিগ্রস্ত প্রশাসনকে পরিহার করবেন ।মানুষের ক্ষোভ দিনে দিনে বাড়ছে। প্রকাশ্য সভায় পার্টি জেলা সম্পাদক নিরঞ্জন সিহি গণ তহবিল সংগ্রহের এক লক্ষ টাকার চেক পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের হাতে তুলে দেন। পাশাপাশি পার্টি দরদী এবং সাধারণ মানুষের কাছ থেকে সংগৃহীত অর্থ পার্টির মুখপত্র গণশক্তি পত্রিকার জন্য তিন লক্ষ টাকার চেক গণশক্তি পত্রিকার সহ-সম্পাদক অতনু সাহা র হাতে তুলে দেন।

ekhansangbad
Author: ekhansangbad

Related News