Select Language

[gtranslate]
৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

পূর্ব মেদিনীপুরে মাধ্যমিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি, বিনামূল্যে বাস পরিষেবা

পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে মাধ্যমিক পরীক্ষা গ্রহণের চূড়ান্ত প্রস্তুতি সম্পূর্ণ। মাঝে মাত্র একদিন পরেই মাধ্যমিক পরীক্ষা শুরু পাশাপাশি মাদ্রাসার আমিন ও ফাজিল পরীক্ষা শুরু হচ্ছে।  প্রশাসনিক সূত্রে জানা গেছে ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা হবে এবং ২০ফেব্রুয়ারি সমাপ্ত হবে। জেলায় মোট ১১২ টি পরীক্ষা কেন্দ্রে ৬৩ হাজার ৭৭৮ পরীক্ষার্থী পরীক্ষা দিবে। ১১২ টি পরীক্ষা কেন্দ্রের মাধ্যে ৬৪ টি মেন ভেনু এবং ৪৮ টি সাবভেনুতে জেলার ৬৬৬ স্কুলের ছাত্র-ছাত্রীরা পরীক্ষায় বসবে। এবার ৬ টি সেন্টার বন্ধ হয়েছে কিন্তু ৮ টি সেন্টার বাড়ানো হয়েছে। গতবারের থেকে এবার দুটি পরীক্ষা কেন্দ্র ধরেছে। জেলায় ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ৩০০০ বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে।  এবার ৩১ হাজার ৯৬৭ জন ছাত্র এবং ৩৪,৮১১ জন ছাত্রী পরীক্ষায় বসবে। এবারও প্রশ্নপত্র ফাঁস রুখতে  বারকোড থাকবে।

পরীক্ষা চলাকালীন করা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশাস  প্রস্তু। পরীক্ষার দিন গুলিতে যাতায়াতের জন্য যান চলাচল যাতে পর্যাপ্ত থাকে তার জন্য পরিবহন দপ্তরের সঙ্গে বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পাশাপাশি বাস মালিক সংগঠন জানিয়েছেন পরীক্ষার্থীদের বিনা ভাড়ায় যথাযথ করার সুযোগ দেবে। এডমিট কার্ড দেখালে তাদের ভাড়া নেওয়া হবে না। সরকারি ও বেসরকারি বাসে বিনা ভাড়ায় পরীক্ষার্থীরা যথাযথ করতে পারবে। রাস্তায় যাতে যানজট না হয় তার জন্য ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়েছে। পরীক্ষা আরম্ভ হওয়ার দু’ঘণ্টা আগে থেকে জেলার সমস্ত রাস্তায় পন্যবাহী গাড়িগুলি বন্ধ করে দেয়া হবে। মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে কোনভাবেই ঢোকা যাবে না। মোবাইল ধরা পড়লে পরীক্ষা বাতিল করা হবে বলে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি জানিয়েছেন। এবার রাজ্যে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৯লক্ষ ৮৪ হাজার ৭৫৩। তাদের মধ্যে ছাত্র ৪ লক্ষ ২৮ হাজার ৮০৩ জন,ছাত্রী ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫৯ জন।সারা রাজ্যে ২হাজার ৬৮৩ টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ হবে।এবার সারা রাজ্যে ১৩৬ টি স্কুলে ১৮১ জন পরীক্ষার্থী এখনো এডমিট কার্ড পায়নি। ফরম ফিলাপের ভুলের জন্য এই অসুবিধা তৈরি হয়েছে। সূত্রে খবর রবিবারের মধ্যে এই এডমিট কার্ডগুলো পৌঁছে যাবে। ইতিমধ্যে থানার ওসি এবং সমস্ত বিডিও পরীক্ষা কেন্দ্রগুলি পরিদর্শন করেছেন। জেলা মাধ্যমিক পরীক্ষার আবহাওয়াক সত্যজিৎ কর জানিয়েছেন সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জাতীয় পরীক্ষার্থীদের কোনরকম অসুবিধা না হয়। পরীক্ষা কেন্দ্রে ট্রান্সপারেন্ট পিচবোর্ড এবং জলের বোতল নিয়ে পরীক্ষার্থীরা ঢুকতে পারবে। অধিকাংশ পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে। মধ্যশিক্ষা পর্ষদ থেকে সিসি ক্যামেরা এবং অ্যাপের মাধ্যমে নজরদারি চালাবে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা থাকবে। অ্যাম্বুলেন্স এবং কুইক রেসপন্স টিম থাকবে।সত্যজিত বাবু বলেন তমলুক মহকুমায়  ৩ টি, হলদিয়া মহকুমায় ৩টি,কাঁথি ও এগরায় মহকুমায়  ১ টি করে পরীক্ষা কেন্দ্র বাড়ানো হয়েছে।   পরীক্ষা কেন্দ্রের ২০০ মিটার পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা কোনরকম মোবাইল, বইপত্র কোন কিছু নিয়ে প্রবেশ করতে পারবে না। পরীক্ষকদের ক্ষেত্রেও মোবাইল ব্যবহার নিয়ন্ত্রণ করা হয়েছে। প্রত্যেক কেন্দ্রে একজন করে সুপারভাইজার নিয়োগ করা হয়েছে। তাদের মাধ্যমেই পরীক্ষা কেন্দ্রগুলিতে নজরদারি চালানো হবে। জনবহুল এলাকা গুলিতে যাতে কোন রকম যানজট না হয় তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News