Select Language

[gtranslate]
৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ সোমবার ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

পূর্ব মেদিনীপুরে পুলিশের সাফল্য: তিন শতাধিক হারানো মোবাইল উদ্ধার

পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের বড় সফলতা। পূর্ব মেদিনীপুর জেলায় হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিলো পুলিশ।  তমলুকের নিমতৌড়িতে পুলিশ লাইনে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে পূর্ব মেদিনীপুর জেলার গত কয়েক মাসে মোবাইল মিসিংয়ের অভিযোগের ভিত্তিতে ক্রাইম ব্রাঞ্চ ও জেলা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তিন শতাধিক মোবাইল উদ্ধার করে। মোবাইল মালিকের সঠিক নথিপত্র দেখে তাদের হাতে তুলে দেওয়া হয়।

ফোন নিতে আসা একজন মহিলা জানান, গত এপ্রিল মাসে নতুন একটি মোবাইল হারিয়ে যায়, আশা ছিল ফোন ফিরে পাবো, থানায় অভিযোগ জানানোর পরে পুলিশের উদ্যোগে হারিয়ে যাওয়া ফোনটি হাতে পেলাম। কৃতজ্ঞতা জানাই পুলিশদের। 

পূর্ব মেদিনীপুর জেলা অতিরিক্ত পুলিশ হেড কোয়ার্টার  নিখিল আগওয়াল জানান, গত কয়েক মাস জেলার বিভিন্ন থানা এলাকায় মোবাইল মিসিংয়ের অভিযোগে জমা হয়। আমরা তদন্তে নেমে তিন শতাধিক মোবাইল উদ্ধার করা সম্ভব হয়েছে। সেগুলি আমরা আজ তমলুক পুলিশ লাইন এবং কাঁথিতে মোবাইল মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। আগামীদিন বাকি অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে।।

ekhansangbad
Author: ekhansangbad

Related News