পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রাণ ব্লকের বামুনিয়া অঞ্চলের পাইকবার গ্রামে উত্তর কাঁথির বিধায়কের কোটায় নবনির্মিত পাকার ঘাটের উদ্বোধন করা হলো। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক সুমিতা সিনহা। এছাড়াও ছিলেন বিশ্বনাথ বারিক, বিনোভা জানা সহ অন্যান্যরা।
উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক সুমিতা সিনহা তাঁর বক্তব্যে বলেন, “এই পাকার ঘাটটি শুধু গ্রামের মানুষের জন্য একটি সুবিধা মাত্র। সর্বদা গ্রামের উন্নয়নে বদ্ধপরিকর এবং এই ঘাটটি তারই ক্ষুদ্র প্রমাণ।” তিনি আরও বলেন, “এই ঘাট নির্মাণের জন্য যে অর্থ বরাদ্দ করা হয়েছে, তা জনগণের করের টাকা। তাই এই ঘাটের রক্ষণাবেক্ষণ ও সঠিক ব্যবহার আমাদের সকলের দায়িত্ব।”


Author: ekhansangbad
Post Views: ৬২