ভারতের কমিউনিষ্ট পার্টি (মার্কসবাদী) পাঁশকুড়া ষ্টেশন এরিয়া কমিটির ৩য় সম্মেলন কমঃ নজমুল গনি শহর কমঃ সন্তোষ আদক ও কমঃ রতন মালিক মঞ্চ রানীহাটি হাইস্কুলে অনুষ্ঠিত হয়।পতাকা উত্তোলন করেন কৃষ্ণা মাজী। সম্মেলন থেকে দুটি এরিয়া কমিটি তৈরি হয় পাঁশকুড়া ষ্টেশন এরিয়া কমিটি এবং পুরুষোত্তমপুর এরিয়া কমিটি।
পাঁশকুড়া ষ্টেশন এরিয়া কমিটির সম্পাদক পুনঃ নির্বাচিত হন সেক শাহাজুদ্দিন, ও পুরুষোত্তমপুর এরিয়া কমিটির সম্পাদক নির্বাচিত হন বিকাশ গুছাইত। নেতৃত্ব হিসাবে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক নিরঞ্জন সিহি, ইব্রাহিম আলি, মহাদেব মাইতি,রীতা দত্ত, চন্দ্র শেখর পাঁজা, নিতাই সান্নিগ্রাহী, নাজির হোসেন,।


Author: ekhansangbad
Post Views: ৫১