পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ ব্লকের বঞ্চিত ঠিকাদারা তাদের MGNRGS- এর কাজের প্রাপ্য বকেয়া অর্থের দাবীতে ললাট -জনকা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো। সোমবার পটাশপুর ২ ব্লকের প্রতাপদিঘীতে বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসেন ঠিকাদাররা। তারপর পটাশপুর ২ ব্লক অফিসে গেট লাগিয়ে রাজ্য সড়ক অবরোধ করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় তারা। এই অবরোধের সামিল ছিল ব্লক এলাকার মহিলা সুপারভাইজাররাও। অবরোধ শেষে পটাশপুর দুই ব্লকের বিডিও-র কাছে তারা তাদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে এটি ডেপুটেশন দেয়।
ঠিকাদারদের অভিযোগ, মহাত্মা গান্ধী জাতীয় কর্মসংস্থান প্রকল্পের কাজে যুক্ত পটাশপুর ২ নং ব্লকের ঠিকাদারেরা ২০২০- ২১-২২-২০২৩ অর্থ বর্ষে বিভিন্ন কাজ ও মালপত্র সরবরাহ করলেও এখনও পর্যন্ত অর্থ পাননি। কেন্দ্রীয় সরকার তাঁদের এই প্রাপ্য টাকা না দেওয়ায় চরম আর্থিক সংকটে পড়েছেন তাঁরা। ইতিমধ্যে কয়েকজন ঠিকাদার আত্মহত্যা করেছেন এবং অনেকেই বিনা চিকিৎসা মারা গিয়েছে।ঠিকাদারেরা জানান তাদের দাবি তাদের বকেয়া টাকা মিটিয়ে দিতে হবে। নকিয়া টাকা না মিটালে আগামী দিনে তারা আরো বৃহত্তর আন্দোলনে নামবে।

