Select Language

[gtranslate]
৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির বিরুদ্ধে অনাস্থা আনল তৃণমূল কংগ্রেস।

পূর্ব মেদিনীপুর জেলার এগরা-২ পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির বিরুদ্ধে অনাস্থা আনল তৃণমূল কংগ্রেস। আগে থেকেই এই প্রস্তুতি চলছিল পূজার ছুটির পর অনাস্থার পথে হাঁটবে তৃণমূল ।

এগরা মহকুমা শাসক স্বাক্ষরিত ১৭(৬)(সি)নোটিশ ইতিমধ্যেই স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ সহ সদস্য সদস‍্যাদের দেওয়া হয়েছে। আগামী ১৪নভেম্বর এগরা-২ দুই পঞ্চায়েত সমিতির মিটিং হলে, বেলা ২-৩০ টায় সভা ডাকা হয়েছে। এই নিয়ে তৎপরতার  শাসক বিরোধী সব মহলে।

প্রসঙ্গত  মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি  প্রার্থী দিলীপ ঘোষ হারায় এবং তৃণমূল প্রার্থী জুন মালিয়া জয়ী হওয়া থেকেই  প্রস্তুতি চলছিল। ভোটাভুটিতে সবকটি স্থায়ী সমিতি তৃণমূলের দখলে আসা শুধু সময়ের অপেক্ষা।

ekhansangbad
Author: ekhansangbad

Related News