Select Language

[gtranslate]
৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ সোমবার ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

নির্বাচনে হেরে গিয়ে নির্মীয়মান ক্যালভার্ট ভেঙে দিল বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা।

কন্টাই কো অপারেটিভ ব্যাঙ্কের নির্বাচনে গোহারান হেরে নির্মীয়মান ক্যালভার্ট ভেঙে দিল বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। চাঞ্চল্যকর ঘটনাটা পূর্ব মেদিনীপুর জেলার  রামনগর ২ ব্লকের দেপাল পঞ্চায়েতের শিখর বাড় বুথের। রাতের অন্ধকারে বিজেপি আশ্রিত দুষ্কৃতীর  ক্যালভার্ট ভেঙে দিয়েছে বলে অভিযোগ করেছে তৃনমূল।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিখরবাড় বুথে কৃষি জমির মাঝখান দিয়ে ঢালাই রাস্তায় কৃষি জমিতে উভয় পাশে জল যাতায়াতের জন্য একটি ক্যালভার্ট এর কাজ চলছিল।রবিবার সন্ধ্যা পর্যন্ত সেই ক্যালভার্টটি ভালো ছিল এবং কাজ চলছিল। সকালে মাঠে যাওয়ার সময় দেখা গেল ক্যালভার্ট টির আর দুপাশে যে দুটি দেওয়াল গাঁথা হয়েছিল, সেই দেওয়াল ভাঙ্গা অবস্থায় পড়ে আছে ।

স্থানীয়দের অভিযোগ, গত রবিবার  কন্টাই কো-অপারেটিভ ব্যাংকের নির্বাচনে বিজেপির হার এই হারের জন্য বিজেপির দুষ্কৃতীরা এই কাজটি করেছে। রামনগর -২ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তৎসহ রামনগর দুই পঞ্চায়েত সমিতির সদস্য  অনুপ মাইতি জানান  শিখর বাড় গ্রাম প্রধান গীতশ্রী মাইতির বুথে সেখানে একটি নবনির্মিত ক্যালভাটের কাজ সদ্য শেষ হয়েছে। গতকাল রামনগর কলেজে কাঁথি কো অপারেটিভ ব্যাংকের নির্বাচনের ফল প্রকাশের পর আমরা যখন বাড়ি ফিরছিলাম তখন দেখি সত্যেন পঞ্চাধ্যায় এর নেতৃত্বে কুড়ি পঁচিশটা বাইক সেই দিকে ঢুকেছিল, আমরা যখন দুই একজন পিছনে গিয়ে দেখি তারা লাথি মেরে দেওয়াল ভেঙ্গে দিয়ে বাইক নিয়ে পালিয়ে যায়। আমরা প্রশাসনের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছি।

বিজেপির কোন নেতার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়ে ওঠেনি

ekhansangbad
Author: ekhansangbad

Related News