Select Language

[gtranslate]
২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

“নিউ দিঘায় রাজ্য বীজ নিগমের ষষ্ঠ কনভেনশন অনুষ্ঠান “

দীঘা তে রাজ্য বীচ নিগম সমিতির ষষ্ঠ তম রাজ্য কনভেনশন হল রবিবার নিউ দিঘার একটি বেসরকারি হোটেলের সভা কক্ষে। প্রদীপ প্রজ্জালনের মাধ্যমে এই কনভেনশন এর শুভ সূচনা হয়।  উপস্থিত ছিলেন বীজ নিগমের ডাইরেক্টর শুভাশিস বটব্যাল, স্টেট প্রেসিডেন্ট,  কাঁথি পৌরসভার প্রধান  সুপ্রকাশ গিরি ।

এই কনভেনশনের সাফল্য কামনা করে সকলকে অভিনন্দন জানান সুপ্রকাশ গিরি। কনভেনশনের বীজ নিগমের আধিকারিকগণ বিভিন্ন সমস্যা অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আগামী দিনে বিষ প্রস্তুত ও সংরক্ষণ এর আধুনিক ব্যবস্থা নিয়ে আলোচনা হয়।

ekhansangbad
Author: ekhansangbad

Related News