নাবালিকার যৌন হেনস্থার অভিযোগে গ্রেপ্তার হলো এক যুবক। অভিযোগ শনিবার ভগবানপুর থানার মোহাম্মদপুর গ্রাম পঞ্চায়েত এলাকার এক পরিবারের সাত বছরের নাবালিকা কন্যাকে বাড়িতে রেখে চাষের কাজে মাঠে গিয়েছিল। এমন সময় ওই গ্রামের এক প্রতিবন্ধী যুবক ভিক্ষা চাইতে আসে। বাড়িতে কেউ নেই দেখে ওই নাবালিকার যৌন হেনস্থা করে বলে অভিযোগ।
পরিবারের লোকজন মাঠ থেকে ফিরে এলে নাবালিকার থেকে সবকিছু জেনে ভগবানপুর থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। ধৃতকে রবিবার কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গেছে ওই যুবক বিদ্যুৎপৃষ্ট হওয়ার পরে তার দুটি হাত কেটে বাদ দেওয়া হয়েছিল। বর্তমান তার দুটি হাত কাটা অবস্থায় ভিক্ষাবৃত্তি করে জীবন যাপন করে।


Author: ekhansangbad
Post Views: ১২