Select Language

[gtranslate]
৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ সোমবার ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

নাবালিকার বিয়ে আটকালো রামনগরের ব্লক প্রশাসন।

মঙ্গলবার রাত্রিতে রামনগর ১ ব্লকের বোধড়া গ্রামে ভবেশ পাত্রের বাড়িতে বসেছিল বিয়ের আসর। ঠিক হয়েছিল ভবেশ পাত্র এর কন্যা নমিতা পাত্র এর বিয়ে ঠিক করা হয়েছিল প্রতিবেশী গ্রাম লছিমপুরের নরেশ প্রধান এর পুত্র কুমার প্রধান এর সঙ্গে। রীতিমতো আত্মীয়-স্বজনদের নিয়ে বিয়ের আয়োজন করা হয়েছিল। প্রতিবেশীদের মাধ্যমে খবর যায় ব্লক প্রশাসনে। খবর পেয়েই ছুটে আসে রামনগর ১ ব্লকের যুগ্ম সমষ্ট্রিয়া উন্নয়ন আধিকারিক অরিন্দম চ্যাটার্জি। পাশাপাশি ছুটে আসে মন্দারমনি থানার ওসি। পাত্র এবং কন্যার বাবাকে নিয়ে আলোচনায় বসে প্রশাসনের কর্তা ব্যক্তিরা।

খবর পেয়ে হাজির হয় তালগাছারী ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং প্রাক্তন প্রধান। পাত্র এবং কন্যা পক্ষের বাবার কাছ থেকে মুচলেকা লিখিয়ে নেয় প্রশাসনের কর্তা ব্যক্তিরা। চুক্তি থাকে মেয়ের বয়স ১৮ না হলে বিয়ে দেওয়া যাবে না। পাশাপাশি তার পড়াশোনার ব্যবস্থাও করতে হবে। এইভাবে বিয়ে বন্ধ হওয়ায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পাত্রীর বাবা জানিয়েছে অভাবের তাড়নায় মেয়েকে বিয়ে দিতে বাধ্য হয়েছে। তবে তিনি ভুল করেছেন বলে স্বীকার করেন এবং ১৮ বছর না হলে তার মেয়েকে বিয়ে দিবে না বলে অঙ্গীকার করেন।

ekhansangbad
Author: ekhansangbad

Related News