প্রদীপ কুমার সিংহ :- জয়নগরের ৯ বছরের নাবালিকার ছাত্রীকে অপহরণ করে পরে ধর্ষণ করে খুন ঘটনায় অভিযুক্ত মুস্তাকিন সরদারকে বারুইপুর মহকুমা আদালতের বিশেষ পক্স কোর্টে বিচারক সুরজিৎ চ্যাটার্জী ১০ লক্ষ টাকা জরিমানা ও মৃত্যুদণ্ডে দন্ডিত ঘোষণা করে শুক্রবার দুপুরে।
জাস্টিস ফর জয়নগর! নাবালিকাকে ধর্ষণ-খুনের মামলায় ৬২ দিনের মধ্যে অভিযুক্তের ফাঁসির আদেশ
গত ৪ অক্টোবর বারুইপুর পুলিশ জেলার জয়নগর থানার মহিষমারি এলাকায় ৯ বছরের এক নাবালিকার মর্মান্তিক মৃত্যু ঘটে। এলাকারই ১৯ বছরের যুবক মোস্তাকিন সর্দার মেয়েটিকে ৪ ই অক্টোবর বিকালে বাড়ি থেকে পড়তে যাচ্ছিল তখন ভুলিয়ে-ভালিয়ে সাইকেলে করে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করার মারধর করে এবং তারপর শ্বাসরোধ করে খুন করে অভিযুক্ত মুস্তাকিন সর্দার।
ঘটনার দুদিন পরে তদন্তে ‘সিট'( Special Investigation Team) গঠিত হয় বারুইপুর পুলিশ জেলার এস.পি পলাশ ঢালীর নেতৃত্বে। যুদ্ধকালীন তৎপরতায় মাত্র ২৫ দিনের মধ্যে পেশ করা হয় তথ্যপ্রমাণসম্বলিত চার্জশিট। মামলায় স্পেশ্যাল পাবলিক প্রসিকিউটর নিযুক্ত করা হয় আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়কে।
বিচার শুরু হয় ৫ নভেম্বর। মাত্র এক মাসের মধ্যে সম্পন্ন হয় বিচারপ্রক্রিয়া। বৃহস্পতিবার মাননীয় বিচারক অভিযুক্তকে। আজ অর্থাৎ শুক্রবার সকাল ১২ টা থেকে এই মামলা শুরু হয় অভিযুক্ত মোস্তাকিন সরদার বিচারককে বলেন বাবা-মার আমি একমাত্র সন্তান। সংসারে একমাত্র রোজগারী। আমি ভুল করেছি আমায় ক্ষমা করে দিন। স্পেশাল আইনজীবী বিভাস চ্যাটার্জি আদালত কে আগে অনেক উদাহরণ তুলে ধরেন বিভিন্ন রাজ্যে এই কেস সম্বন্ধে কি হয়েছে। তাছাড়া অভিযুক্ত সম্বন্ধে বাজে রেকর্ড আছে এলাকাতে। তাই সবদিকে বিচার করে অভিযুক্তকে সর্বোচ্চ সাজার আবেদন করছি। বিচারক উভয়ের পক্ষের কথা শুনে দুপুর চারটের সময় ভরা কক্ষে মামলার রায় দিয়েছেন বারুইপুর জেলা এবং দায়রা আদালতের অধীন ‘POCSO’ কোর্টের মাননীয় অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ সুব্রত চট্টোপাধ্যায়। অভিযুক্ত মোস্তাকিন সর্দারকে দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজা শুনিয়েছেন বিচারক।
অভিযুক্তের লিগাল এইটের আইনজীবী দেবশ্রী রায় সাংবাদিকদের বলেন মস্তাকিন সরদার হাইকোর্টে আপিল করবে।

