পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম কলেজের প্রিন্সিপালের রুমে হাতাহাতিতে জড়ালো বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি ও রাজ্যের শাসক দলের ছাত্র সংগঠন টিএমসিপি-র সমর্থকেরা। আর সেই হাতাহাতির ভিডিও ভাইরাল হলো সমাজ মাধ্যমে।
জানা যাচ্ছে, কোন এক বহিরাগতকে নিয়ে প্রেম সংক্রান্ত বিষয়ে ঝামেলা ও মারধর করার অভিযোগ ওঠে গতকাল। সেই অভিযোগ নিয়ে নন্দীগ্রাম সীতানন্দ কলেজের অধ্যক্ষ সামু মৌলী কাছে অভিযোগ জানাতে যায় দুই ছাত্র সংগঠন ।
অভিযোগ প্রিন্সিপাল রুমে এবিভিপি ও টিএমসিপি-র সমর্থকেরা বচসায় জড়িয়ে পড়ে।তারপরেই মারধর করার অভিযোগ একে অপরের বিরুদ্ধে।
মুহূতে সেই ভিডিও ভাইরাল হয়ে যায় সমাজ মাধ্যমে।এই ঘটনার দায়
দুই ছাত্র সংগঠন একে অপরের বিরুদ্ধে চাপিয়েছে।
যদিও কলেজের অধ্যক্ষ এই নিয়ে কোনই প্রতিক্রিয়া দিতে রাজি হননি।


Author: ekhansangbad
Post Views: ১৪