Select Language

[gtranslate]
১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ আহত ৪

প্রদীপ কুমার সিংহ :- ঘন কুয়াশার জেরে দুটি গাড়ি মুখোমুখি সংঘর্ষে আহত হয় চারজন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর কাঁটাখাল নুরিদানা এলাকায় বুধবার ভোর বেলা। ফুলতলা থেকে তিন চাকার একটি গাড়ি মুরগি নিয়ে যাচ্ছিল চম্পাহাটি দিকে। চম্পাহাটি দিক থেকে একটি চার চাকার  ছোট হাতি গাড়ি ফুলতলা দিকে আসছিল। কাটাখালের কাছে নুড়ি দানা এলাকায় ঘন কুয়াশা হাওয়ায় দুটি গাড়ির ড্রাইভার একে অপরকে দেখতে না পারায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে চারজন আহত হয়। তিন চাকা গাড়ির ড্রাইভার ও খালাসী,চার চাকা গাড়ি ড্রাইভার ও একপথ চলতি মানুষ। স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে তাদেরকে নিয়ে বারুইপুর মহকুমা হাসপাতালে আসে। ছোট হাতি গাড়ির ড্রাইভার ও পথচারী মানুষের অল্প আঘাত লাগা তাদের প্রাথমিক চিকিৎসার পর বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসকরা ছেড়ে দেয়। তিন চাকা গাড়ি ড্রাইভার শুভজিৎ দে ও খালাসি  বিশ্বজিৎ নস্কর তাদের মুখে ও হাতে গুরুতরও আঘাত লাগে। বিশ্বজিৎ নস্করকে চিকিৎসক কলকাতা হাসপাতালে  স্থানান্তরিত করে। বারুইপুর থানার খবর গেলে বারুইপুর থানা পুলিশ দুটি গাড়িকে উদ্ধার করে আনে। তিন চাকা গাড়ির ড্রাইভার শুভজিৎ দে জানান ভোর বেলায় ফুলতলা থেকে চামপাটিতে মুরগি নিয়ে যাচ্ছিলে। কাটাখাল পার হওয়ার পর এমন সময় হঠাৎ একটি চার চাকা ছোট হাতি গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়। শুভজিৎ দে ও বিশ্বজিৎ নস্করের বাড়ি ফুলতলা এলাকায়।


প্রত্যক্ষদর্শী সুকুমার নস্কর বলেন  ভোরে বিকট আওয়াজ হয় বাইরে এসে দেখি দুটো গাড়ি মুখোমুখি সংঘর্ষ।
বারুইপুর থেকে চম্পাহাটি  দিকে যাচ্ছিলো একটি হাতি গাড়ি, অন্য দিক থেকে একটি মুরগির  ভ্যান যাওয়ার পথে দুটো গাড়ির মুখোমুখি ধাক্কা মারে, দুটি গাড়ির ড্রাইভার ও গাড়ির খালাসি আহত,রাস্তার পাশে দাঁড়িয়ে  এক পথ চলতি যাত্রী সেও আহত হয়।তাদেরকে স্থানীয় বাসিন্দাদা বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read