Select Language

[gtranslate]
২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

দিঘার হোটেলে নববধূর রহস্যমৃত্যু, স্বামী জিজ্ঞাসাবাদে

পূর্ব মেদিনীপুরের দিঘার হোটেল থেকে ইংরেজী বর্ষ বিদায়ের গভীর রাত্রে এক মহিলার মৃতদেহ উদ্ধার হল। এই নিয়ে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে পর্যটন শহর দিঘায়।

জানা গেছে  উৎসবের আমেজ নিতে আসানসোল থেকে এসেছিলেন প্রীতি কর (১৯) ও তার স্বামী প্রীতম ঠাকুর বেড়াতে এসেছিলো।তারা উঠেছিলেন নতুন দিঘার একটি হোটেলে। মঙ্গলবার রাত আড়াইটার নাগাদ দিঘার আয়ুষ ইন্টারন্যাশনাল নামে এই হোটেলের একটি রুম থেকে প্রীতি কর নামের এই মহিলাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

পশ্চিম বর্ধমান হিরাপুর থানার বাসিন্দা প্রীতম ঠাকুর তার স্ত্রী প্রীতি কর কে নিয়ে উঠেছিলেন নিউ দীঘার একটি হোটেলে রাত আড়াইটার সময় চিৎকার শুনে হোটেল কর্মীরা, দেখেন এক মহিলা অচৈতন্য অবস্থায় হোটেলের খাটের উপর পড়ে রয়েছেন প্রীতি করকে  তড়িঘড়ি করে দীঘা হাসপাতালে ওই মহিলাকে নিয়ে আসেন হোটেল কর্মীরা।
হাসপাতাল নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। যদিও বা মৃতার গলায় ফাঁস দেওয়া ছিল বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে ছয় মাস আগে প্রীতি এবং প্রিতমের মধ্যে বিয়ে হয়।
প্রিতমের ওই এলাকায় একটি সেলুনের দোকান রয়েছে। ইতিমধ্যে ওই মহিলার বাপের বাড়িতে খবর পাঠানো হয়েছে।
দিঘা থানা পুলিশ জিজ্ঞাসাবাদ এর জন্য তার স্বামীকে দিঘা থানায় নিয়ে গেছে। তবে বর্ষ বিদায় ও বর্ষবরণ রাতে এই ধরনের ঘটনা ঘটায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News