Select Language

[gtranslate]
১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

দিঘার পুরনো জগন্নাথ মন্দিরে প্রণামী বাক্স ভেঙে চুরি, তদন্তে পুলিশ

পূর্ব মেদিনীপুরের সৈকত শহর দিঘার পুরনো জগন্নাথ মন্দিরে প্রাণামী বাক্স ভেঙ্গে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো।থানায় অভিযোগ দায়ের করেছেন মন্দিরের কর্মকর্তারা। ইতিমধ্যেই উড়িষ্যার পুরীর আদলে দিঘায় জগন্নাথ ধাম তৈরির কাজ চলছে জোর কদমে।আগামী  ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়া দিন মন্দিরের  উদ্বোধন হবে বলে ঘোষনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দিঘার পুরনো জগন্নাথ মন্দির নব নির্মীয়মান মন্দিরে জগন্নাথ দেবের মাসির বাড়ির হবে।আর সেই পুরনো জগন্নাথ মন্দিরে প্রনামি বাক্স ভেঙে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সৈকত শহরে।নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন মন্দিরের কার্মকর্তা সুশীল প্রধান।

দিঘা থানায় অভিযোগ জানালে পুলিশ এলাকা পরিদর্শন করে  তদন্ত শুরু করেছে। কমিটির সদস্য শক্তিপদ সাউ বলেন শুক্রবার সকালে স্থানীয় লোকজন দেখতে পায় মন্দিরের দরজার তালাছাবি ভাঙা এবং প্রণালী বাক্স ভিজে সমস্ত টাকা লুট করে নিয়ে পালিয়ে গেছে দুষ্কৃতকারীরা। পুলিশ সূত্রে জানা গেছে তদন্ত শুরু করেছে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read