Select Language

[gtranslate]
৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

দমদমে ভুয়া কল সেন্টারে পুলিশের হানা, সাইবার প্রতারণায় গ্রেফতার ১৯

কল সেন্টারের আড়ালে সাইবার প্রতারণা রমরমিয়ে চলছিল। অভিযোগ অপরিচিত নম্বর থেকে ফোন আসলেই শোনা যায় প্রেমের কথা অথবা বিভিন্ন চাকরির প্রলোভন ও রেজিস্ট্রেশনের বার্তা। এই প্রলোভনে পা দিয়ে বহু মানুষ প্রতারিত হয়েছে বলে সূত্র মারফত জানা গেছে। অভিযোগ পাঁশকুড়া থানার পাঁশকুড়া গ্রামের বাসিন্দা তাপস হাজরা কে চাকরি দেওয়ার প্রলোভন দিয়ে ৫ লক্ষ ৮৫ হাজার টাকা নিয়ে নেয়। চাকরি না হলে টাকা ফেরত চাইলে অভব্য আচরণ করে। বাধ্য হয়ে তাপস পাঁশকুড়া থানায় অভিযোগ দায়ের করে। পাঁশকুড়া থানার পুলিশ তদন্তে নেমে জানতে পারে দমদমের একটি কল সেন্টার থেকে এই ধরনের প্রতারণার কাজ চলছে।

দমদম থানার সহযোগিতা নিয়ে দমদম মতিলাল কলোনিতে হানা দিয়ে একটি কল সেন্টার থেকে ১৮ জন মহিলা সহ তার কর্ণধার ঘনশ্যাম হালদার কে গ্রেফতার করে। ঘনশ্যাম কে বুধবার তমলুক মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তার জামিন নামঞ্জুর করে পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ তদন্ত করে দেখছে এর পেছনে আর কোন বড় চক্র যুক্ত কিনা।

ekhansangbad
Author: ekhansangbad

Related News