নিজের গড় বলে পরিচিত পূর্ব মেদিনীপুরে একের পর এক ধাক্কা খাছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।একের পর এক সমবায় সমিতি,সমবায় ব্যাঙ্কের পর এবার তার দল বিজেপির হাতছাড়া হতে চলেছে এক পঞ্চায়েত।
ভগবানপুর ২ ব্লকের বিজেপি শাসিত মুগবেড়িয়া অঞ্চলের ২ জন বিজেপি পঞ্চায়েত সদস্য ও সদস্যা তৃনমূলে যোগদান করায় হাতছাড়া হতে চলেছে পঞ্চায়েত।
এ বিষয়ে এলাকার বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতিকে জানতে চাইলে তিনি বলেন সবটাই হচ্ছে উত্তম বারিকের টাকার খেলায়।বলেন টাকা নিয়ে ওরা তৃনমূলে নাম লিখিয়েছে,সঠিক সময়ে ফের বিজেপিতে ফিরে আসবে।
সোমবার দলত্যাগী বিজেপির পঞ্চায়েত সদস্যদের হাতে তৃনমূলের দলীয় পতাকা তুলেদেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি বিধায়ক উত্তম বারিক। উপস্থিত ছিলেন দলের ব্লক সভাপতি অম্বিকেশন মান্না, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব পড়ুয়া, পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামলী গিরি ,সহ সভাপতি ক্ষুদিরাম জানা সহ সমস্ত কর্মাধ্যক্ষ ও দলীয় নেতৃত্ব গন। দলে যোগদান করেন বিজেপি থেকে নির্বাচিত কাকলিবেরা ও জয়দেব বেরা।প্রসঙ্গত ২১ সদস্যের এই পঞ্চায়েতে তৃণমূলের শক্তি ছিল ১০ এবং বিজেপির ছিল১১। দলবদলের পর ঐ পঞ্চায়েতে তৃণমূলের শক্তি দাঁড়ায় ১২ এবং বিজেপির শক্তি ৯ এ এসে দাঁড়ায়। ফলে আগামী দিনে এই পঞ্চায়েত বিজেপির হাত ছাড়া হচ্ছে।

