নতুন ইংরেজী বছরের প্রথম দিন রাজ্যের শাসক দল তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে বিরোধীদের দেখে নেওয়ার হুঁশিয়ারী দিলেন এক তৃনমূল নেতা। বুধবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের বাথুয়াড়ী অঞ্চলের হাটবৈঁচা গ্রামের তৃণমূলের পঞ্চায়েত সদস্য স্বপন জানা’র মুখে বিরোধীদেরকে হুঁশিয়ারি দিতে শোনা যায়। যা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে
যদিও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিযুক্ত তৃণমূল নেতা স্বপন জানা বলেন,মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নেতৃত্বাধীন সরকারের উন্নয়ন গ্রহন করে, অথচ মমতা ব্যানার্জীকে যারা নোংরা ভাষায় গালমন্দ করে তাদের দেখে নেওয়ার হুঁশিয়ারী দিয়ে হি। তিনি জানান, কিছু মদ্যপ মাতাল, যারা দিনে কথা বলে না। রাতে এলাকায় গন্ডোগোল করে তাদের চক্রান্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে আমার এই বক্তব্য।


Author: ekhansangbad
Post Views: ৩০