মেদিনীপুর সদর ব্লকের চুয়াডাঙ্গা হাইস্কুলের হীরক জয়ন্তী বর্ষ পদার্পণ উৎসবের সূচনা হলো বৃহস্পতিবার। এদিন সকালে অনুষ্ঠান শুরুর আগে এনসিসি প্যারেড সহ একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বিদ্যালয় সংলগ্ন এলাকা পরিক্রমা করে। প্রভাতফেরীর শেষে বিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন প্রধান শিক্ষক শুভেন্দু সিনহা ও বিদ্যালয়ের সভাপতি গণি ইসমাইল মল্লিক। পতাকা উত্তোলন পরে শহীদ বেদীতে এবং বিদ্যালয়ের পাঁচ প্রাণপুরুষের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।পরে সমবেত অতিথিদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে হীরক জয়ন্তী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খড়্গপুর গ্রামীণের বিধায়ক দীনেন রায়। সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শুভেন্দু সিনহা।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেদিনীপুর সদর পঞ্চায়েত সমিতির সভাপতি উর্মিলা সাউ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধক্ষ্য আলি আকবর,পাঁচখুরি ৬/২ এর গ্রাম পঞ্চায়েত প্রধান রবিউল হোসেন সর্দার,এগারো গ্রাম সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি সব্যসাচী মন্ডল।

এছাড়াও স্থানীয় এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবী ও জমিদাতা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাতুয়ার মল্লিক,পরিচালন সমিতির সদস্য ইমাদাদুল পাঠান, কামাল হাসান মন্ডল, অনুরুদ্দিন মন্ডল,তপন মাইতি, আজীম আলি খান সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীগণ। ছিলেন প্রাক্তন ছাত্রী ও প্রাক্তন শিক্ষকগণ। উপস্থিত অতিথিবৃন্দ বিদ্যালয়ের অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক অভীক কুমার মাইতি, শিক্ষক মুস্তাক আলী ও শিক্ষক সুদীপ কুমার খাঁড়া। এদিনের অনুষ্ঠান সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান বিদ্যালয়ের সভাপতি গণি ইসমাইল মল্লিক। শুক্রবার অনুষ্ঠানের দ্বিতীয় দিনে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ও শিক্ষক-শিক্ষিকারা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন।

