Select Language

[gtranslate]
৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

চুক্তিবদ্ধ শ্রম ব্যবস্থা বিলুপ্তিকরন দিবস পালন

১৯৭৪ সালের ৯ফেব্রুয়ারি “বন্ডেড লেবার সিস্টেম অ্যাবলিশান এক্ট“ চালু হয়। আজকের দিনেও বিভিন্ন রাজ্যের শ্রমিকরা অন্য রাজ্যে অথবা বিদেশে গিয়ে কর্মরত হচ্ছেন। বিশেষত অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা অন্য রাজ্যে বা অন্য দেশে গিয়ে শোষণ ও বঞ্চনার শিকার হচ্ছেন। কোরোণা মহামারীর সময় পরিযায়ী শ্রমিকদের দুর্গতির কথা আমরা সকলেই জানি। পরিযায়ী শ্রমিকদের নিরাপদ ভাবে স্থানান্তরকরন কিভাবে করা যায় সেই উদ্দেশ্যে রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের কিছু স্কিম এবং আইন আছে। সে বিষয়ে জনসাধারণকে সচেতন করার জন্য জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ , দেশপ্রাণ উন্নয়ন ব্লক , আন্তর্জাতিক ন্যায় মিশন ও কাজলা জনকল্যাণ সমিতির সঙ্গে  সচেতনতা শিবিরটি অনুষ্ঠিত হয় দেশপ্রাণ উন্নয়ন ব্লকের সভাকক্ষে। প্রায় শতাধিক জন এই শিবিরে অংশগ্রহণ করে।
শিবিরে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব শুভজিৎ রক্ষিত,  সমষ্টি উন্নয়ন আধিকারিক সুভাশিষ মজুমদার, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক তাপস কুমার মিত্র, দেশপ্রাণ উন্নয়ন ব্লক, কাঁথি মহিলা থানার অফিসার , আন্তর্জাতিক ন্যায় মিশন স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষে পাপুন মন্ডল, কাজলা জনকল্যাণ সমিতি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষে সম্পাদক স্বপন পন্ডা এবং দেশপ্রাণ ব্লকের ৮টি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান, ৪টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা ,অঙ্গনওয়াড়ি সুপারভাইজার ,সংঘনেত্রী, ক্লাস্টার নেত্রী  ও অন্যান্য পদাধিকারী বৃন্দ উপস্থিত ছিলেন।

ekhansangbad
Author: ekhansangbad

Related News