Select Language

[gtranslate]
৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ সোমবার ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

গান্ধী মেলা-এর  উদ্বোধন করলেন  মৎস্য মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী

মহিষাদল বিধানসভার এক্তারপুরে গান্ধীকুটীর প্রাঙ্গণে ” গান্ধী মেলা  ” – এর  উদ্বোধন হল। ফিতা কেটে প্রদীপ প্রজ্জ্বলন করে উদ্বোধন করলেন  রাজ্যের মৎস্য মন্ত্রী  বিপ্লব রায় চৌধুরী। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুরের বিধায়ক  উত্তম বারিক, জেলা পরিষদের সহ সভাধিপতি  সুহাসিনী কর , তমলুক বিধানসভা বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র , মহিষাদল বিধানসভার বিধায়ক  তিলক চক্রবর্তী।

এছাড়াও এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মামনি জানা, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ  শতরূপা পয়ড়্যা , কর্মাধ্যক্ষ  অভয়া দাস, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মানস পন্ডা, মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি  শিউলি জানা , বিশিষ্ট সমাজসেবী প্রদীপ দে সহ প্রমুখ অতিথি।

ekhansangbad
Author: ekhansangbad

Related News