প্রদীপ কুমার সিংহ :- গড়িয়া প্লেসে একটি চারতলা বাড়ি হেলে পরায় চাঞ্চলো ছড়ায় এলাকায়।রাজপুর সোনারপুর পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের গড়িয়া প্লেস এলাকায় একটি বাড়ি হেলে যাওয়ায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। চারতলা বিল্ডিং মোট ১২টি ফ্ল্যাট আছে। ২টি খালি আছে আপাতত। বাকি ১০টি ফ্ল্যাটে পরিবার আছে। আজ সকালেই।বিষয়টি জানাজানি হয়। খবর পায় নরেন্দ্রপুর থানার পুলিশ ও রাজপুর সোনারপুর পুরসভা পুরসভার ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে আসে। তারা পুরো জায়গাটি পরিদর্শন করেন।
পুরসভা ও বাসিন্দাদের সাথে কথা বলে জানা গিয়েছে বাড়িটিতে নির্মানের ক্ষেত্রে কিছু ত্রুটি আছে। ১৯৯৯ সালে এই ফ্ল্যাট তৈরি হয়েছিল। তারা ইতিমধ্যেই বিশেষজ্ঞের সাথে দেখা করেছেন।
প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন রাজপুর সোনারপুর পুরসভার পৌর পারিষদ সদস্য নজরুল আলি মন্ডল। তিনি সাংবাদিকদের বলেন পৌরসভাতে খবর আসার পরেই সঙ্গে সঙ্গে পৌরসভার ইঞ্জিনিয়ার ও নজরুল ইসলাম সেখানে গিয়েছিলেন। তুমি আরো বলেন বাড়ি হেলে গেছে বলেই যেসব খবর রটিয়েছেন, তা কিছুই নয়, তবে ইঞ্জিনিয়ারদের দ্বারা পরীক্ষা করা হচ্ছে। পৌরসভার পক্ষ থেকে সবদিকে নজর রাখছে।

