পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ২ ব্লকের কালিন্দী গ্রাম পঞ্চায়েতের ডেরাতে জমি জায়গার বিবাদকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক বচসা বাধে। পরে দুই পক্ষের মধ্যে একটি বৈঠকের ব্যবস্থা করা হলে ফের উত্তেজনা তৈরী হয়। এই ঘটনায় নাম জড়ায় মীর মমরেজ আলী বনাম সেক সিরাজ খানের। এর পরে একে অপরকে দায়ী করে। সম্প্রতি কাঁথির দারুয়াতে সিরাজ খানের গোষ্ঠীর লোকেরা মীর মমরেজ আলীর জামাই তথা কাঁথি পুরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আলেম আলী খানের বাড়িঘর ভাঙচুর চালায়। পাশাপাশি স্থানীয় কাউন্সিলরের অনুগামীদের উপর বেধারক মারধর করে। এই ঘটনায় মীর মমরেজ আলী খান ও তাঁর ভাই মীর খান ও তাঁর ভাইর ইয়ার আলী খানের বিরুদ্ধে কাঁথি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। কিন্তু ঐদিন মীর মমরেজ আলী ও তাঁর ভাই ইয়ার আলী পূর্ব মেদিনীপুর জেলায়ও ছিলেন না।
তাঁদের দুই ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা করে বদনাম করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ। তাঁর পরিপেক্ষিতে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে কালিন্দী মহল্লা মুসলিম সরাহ কমিটির তরফে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এদিন সংগঠনের সভাপতি মুস্তাক আলী খান জানিয়েছেন, মীর মমরেজ আলী ও তাঁর ভাই একজন বিশিষ্ট সমাজসেবী এবং শিল্পপতি। তাঁকে বদনাম করার জন্য উদ্দেশ্য প্রনোদিতভাবে মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে। পাশাপাশি ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়ে উনাদের অসম্মান করা হচ্ছে। আমরা এই সাংবাদিক সম্মেলনের মধ্যদিয়ে শান্তির বার্তা দিয়ে এই ঘটনার তীব্র ধিক্কার জানাই।

