কাঁথি পৌরসভার ৮নং ওয়ার্ডে ক্লাব সবুজ তীর্থের সরস্বতী পূজা মন্ডপের উদ্ধোধন করেন কাঁথি পৌরসভার উপ পৌরপ্রধান ও প্রধান শিক্ষক ডঃ নিরঞ্জন মান্না। উপস্থিত ছিলেন ক্লাব সবুজ তীর্থের সভাপতি আভিদা রঞ্জন সাহু,সহ সভাপতি অমিত ভুঁইয়া, সম্পাদক সৌরভ মাইতি,সহ সম্পাদক কৌশিক রানা, কোষাধ্যক্ষ শুভ্র কান্তি গিরি,যুগ্ম কোষাধ্যক্ষ সুদীপ্ত সাহু সহ সদস্য বৃন্দ। এই বছর পূজার ১০ম বর্ষ পূর্তি।
পূজা উপলক্ষ্যে একদিন বাউল গান এবং অন্য একদিন যাত্রাপালা অনুষ্ঠিত হবে। উপ পৌরপ্রধান সবুজ তীর্থ পরিবার সহ সকলকে সরস্বতী পূজা উপলক্ষ্যে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।তিনি ক্লাবের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। পুজোর মধ্যে সীমাবদ্ধ না রেখে সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার আহ্বান জানান উপ পৌরপ্রধান।


Author: ekhansangbad
Post Views: ৫৯