Select Language

[gtranslate]
৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ সোমবার ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

কাঁথি মডেল ইনস্টিটিউশনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

মঙ্গল ও বুধবার  কাঁথি মডেল ইনস্টিটিউশনের খেলার মাঠে দু-দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল। ২১ তারিখ সকালে বিদ্যালয়ের ঐতিহ্যবাহী পতাকা উত্তোলন করে ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করেন  ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন কুমার পয়ড়্যা। ছয়টি বিভাগে ৫০ মিটার, ১০০ মিটার, ২০০ মিটার দৌড়, স্মৃতি দৌড়, লং জাম্প, হাই জাম্প, ক্রিকেট বল থ্রো, পুটিং দ্য শর্ট, স্লো সাইকেল রেস ইত্যাদি ২৬ টি ইভেন্টে মোট ৩৬৪ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সেই সঙ্গে বিদ্যালয়ের প্রাক্তনী এবং অভিভাবকদের জন্য পৃথকভাবে ‘পুটিং    দ্য শর্ট’  ইভেন্ট-এর ব্যবস্থা ছিল।

অভিভাবিকাদের ‘স্পুন রেস’ এবং সাধারণ বিভাগের ‘ছদ্মবেশ প্রতিযোগিতা’ বিশেষ আকর্ষণীয় ছিল।  বিদ্যালয়ের শারীর শিক্ষক স্বপ্নেশ মণ্ডলের  নেতৃত্বে সহশিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীগণ ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন। বুধবার বিকেলে পুরস্কার বিতরণী সভায় পৌরোহিত্য করেন বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রসায়ন বিভাগের দেবব্রত পাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাহিত্য বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রমথেশ মণ্ডল। ক্রীড়া প্রতিযোগিতা সফলভাবে অনুষ্ঠিত হওয়ায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন কুমার  পয়ড়্যা শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী, অভিভাবক-অভিভাবিকা সহ  সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

ekhansangbad
Author: ekhansangbad

Related News