কাঁথি পৌরসভার উদ্যোগে রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্পের সাইকেল কাঁথি শহরের ১১টি স্কুল এর ছাত্র-ছাত্রীদের দেওয়ার কর্মসূচি চলছে।
বৃহস্পতিবার কাঁথি ক্ষেত্র মোহন বিদ্যাভনের ৫৭ জন ছাত্রকে সাইকেল প্রদান করা হলো। সাইকেল প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী আধিকারিক অমিয় কুমার দাস, কাউন্সিলর শেখ সাবুল, সুশীল দাস, তাপস দলাই সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
কাঁথি পুরসভার পৌর প্রধান সুপ্রকাশ গিরি জানিয়েছেন এভাবে শহরের ১১টি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের হতে সাইকেল তুলে দেওয়া হবে। পৌরসভার সবুজ সাথী প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মী দেবাশীষ পরিয়ারী বলেন শুক্রবার কাঁথি চন্দ্রামণি ব্রাহ্ম বালিকা বিদ্যালয় ছাত্রীদের সাইকেল প্রদান করা হবে। এর আগে কাঁথি শচীন্দ্র শিক্ষা সদন ও হাই স্কুল এর ছাত্র-ছাত্রীদের সাইকেল দেওয়া হয়েছে। বাকি বিদ্যালয়গুলিকে মাধ্যমিক পরীক্ষার পর দেওয়া হবে।

