Select Language

[gtranslate]
৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ সোমবার ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

কাঁথি আদালতে ভুয়ো উকিল গ্রেপ্তার

কাঁথি মহকুমা আদালতে উকিল বাবু ও মোহরারদের তৎপরতায় ধরা পড়লো ভুয়ো উকিল। বুধবার কাঁথি মহকুমা আদালতে সন্দেহজনকভাবে এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসা করলে স্বীকার করে বেশ কিছুদিন ধরে আদালতের সিল ব্যবহার করে এপিডেভিট করিয়েছে বহু মানুষের।

উকিলের বৈধ কোন প্রমাণ নেই আর কাছে।  জানা গেছে রামনগর থানায় এলাকার বাসিন্দা ননীগোপাল শীট বহু  মানুষকে এভাবে প্রতারিত করেছে। উকিলবাবু এবং মোহরারগন তাকে কাঁথি থানার পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। সে জানিয়েছে হলদিয়া ল কলেজ থেকে পাস করেছে। কিন্তু তার কোন প্রমাণপত্র নেই।

ekhansangbad
Author: ekhansangbad

Related News