Select Language

[gtranslate]
৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

কাঁথির ফেয়ার ফিল্ড এক্সিলেন্স ও গোপীনাথপুর প্রগতি সংঘের  রক্তদান শিবির

কাঁথির ফেয়ার ফিল্ড এক্সিলেন্স ও গোপীনাথপুর প্রগতি সংঘের যৌথ উদ্যোগে সরস্বতী পুজো উপলক্ষ্যে দেশপ্রাণ ব্লকের গোপীনাথপুর গ্রামে একটি রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করা হয়।

নতুন বছরে এটিই ছিল ফেয়ার ফিল্ড এক্সিলেন্স এর দ্বিতীয় রক্তদান শিবির। এই শিবিরে ৯ জন মহিলা সহ মোট ৩২ জন মহান রক্ত দাতা রক্ত দান করেন।রক্তদান শিবিরের পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির,রক্তের কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা ও ইসিজি করে দেওয়া হয়। বিনামূল্যে কিছু ওষুধ প্রদান করা হয়। বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসক মণ্ডলী এই শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করেন।

স্বাস্থ্য শিবিরে  প্রায় দুই শতাধিক মানুষ স্বাস্থ্য পরীক্ষা করান। বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শামসুদ্দিন খাঁন,শিক্ষক সৌরভ কান্তি দে প্রমুখ। প্রগতি সংঘের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি দিননাথ জানা,সম্পাদক সবুজ পাত্র,সৌরন জানা,শুভব্রত পাত্র,সত্যব্রত পাত্র, অনুপম জানা প্রমুখ।

ফেয়ার ফিল্ড এক্সলেন্স এর পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি তেহেরান হোসেন,সম্পাদক সনাতন জানা,সুনীল দাস,মোস্তাক আলী খান প্রমুখ। সবুজ পাত্র বলেন” আমরা প্রতিবছর সরস্বতী পুজো করে থাকি।এবছর আমরা গ্রামের মানুষের উপকারের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও রক্তদান শিবির আয়োজন করেছি। স্বাস্থ্য শিবিরে উপস্থিত সকল ডাক্তারবাবুদের ও সকল রক্তদাতাদের  ধন্যবাদ জানাই।”

ekhansangbad
Author: ekhansangbad

Related News