কাঁথির অরবিন্দ স্টেডিয়ামে দুয়ারে সরকার ক্যাম্প চলছে। কাঁথি পৌরসভার ২১ টি ওয়ার্ডের দুয়ারে সরকারের ক্যাম্প কাঁথির শ্রীঅরবিন্দ স্টেডিয়ামে চলছে গত ২৪ জানুয়ারি থেকে। ২৭ জানুয়ারি কাঁথি পৌরসভার ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের ক্যাম্প হয়েছে। উপস্থিত ছিলেন কাঁথি পৌরসভার পুর প্রধান সুপ্রকাশ গিরি,উপ- পুর প্রধান ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর ডঃ নিরঞ্জন মান্না,৭নং ওয়ার্ড কাউন্সিলর অতনু গিরি প্রমুখ।
আগামী ১লা ফেব্রুয়ারি পর্যন্ত এই ক্যাম্প চলবে।রাজ্য সরকারের ৩৭ টি প্রকল্পের পরিষেবা দুয়ারে সরকারের এই ক্যাম্প থেকে দেওয়া হচ্ছে। ২৫ জানুয়ারি শহরের ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডের জন্য শিবির হয়।একজনের শিবিরে উপস্থিত ছিলেন ৪ নম্বর ওয়ার্ডের কমিশনার আলিম আলি খান, ৫ নম্বর ওয়ার্ডের কমিশনার দেবাশীষ পাহাড়ি, ৬ নম্বর ওয়ার্ডের কমিশনার রিনা দাস। এই শিবির পরিচালনা করছেন পৌরসভার কর্মী প্রদীপ কুমার মান্না।

